টাকা বেশি নেওয়ার প্রতিবাদে ঘাটালের বি.এড কলেজে ছাত্র আন্দোলন

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল বিএড কলেজে চলছে ছাত্র বিক্ষোভ। অতিরিক্ত এবং নিয়ম বহির্ভুত টাকা নেওয়ার প্রতিবাদেই আজ ৭মে থেকে ওই ছাত্র বিক্ষোভ শুরু হয়েছে। আজ ঘাটাল কলেজ অফ এডুকেশন তথা ঘাটাল মনসাতলার ওই বিএড কলেজে ছাত্রছাত্রীরা কলেজ কর্তৃপক্ষের খামখেয়ালী সিদ্ধান্ত এবং বেনিয়মের প্রতিবাদে অফিস গেটের সামনে বিক্ষোভ দেখান। তাঁরা বলেন, অবিলম্বে বাড়তি টাকা নেওয়া বন্ধ না করলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।  

আজ ওই ছাত্র বিক্ষোভের জন্য কলেজ কর্তৃপক্ষ অপ্রস্তুতে পড়ে যায়। ওই কলেজের কর্ণধার প্রবীর মাইতি জানিয়েছেন তাঁরা নিয়মের বাইরে একটি টাকাও কোনও ছাত্রছাত্রীর কাছ থেকে নেননি।  

খবরটির ভিডিও দেখতে চাইলে ওই লিঙ্কে ক্লিক করতে পারেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।