দাসপুরে পলাশপাই খাল সংস্কারে স্থানীয়দের জমি অন্যায় ভাবে অধিগ্রহন করা হচ্ছে অভিযোগ তুলে প্রশাসনের কাছে ডেপুটেশান দিল বাস্তু ও কৃষিজমি রক্ষা কমিটি৷ আজ দাসপুর-২ ব্লকের আজুড়িয়াতে একটি বিক্ষোভ সভার আয়োজন করা হয় ওই কমিটির তরফে৷ সভায় যোগদেন শতাধীক মানুষ৷ অবিলম্বে জমি জরীপ করতে হবে, জমি অধিগ্রহন করা হলে সরকারের তরফে দিতে হবে উপযুক্ত আর্থিক সাহায্য, খালের মাটি বেআইনি ভাবে বিক্রি করা যাবে না দাবি তুলে সভা শেষে স্থানীয় সেচ দপ্তরে ওই তিন দফা দাবি লিখিত ভাবে জমা দেওয়া হয় কমিটির পক্ষে থেকে৷
ওই কমিটির সভাপতি কালীপদ সেনগুপ্ত বলেন, ক্যানেল সংস্কারের আগে জমি জরিপ করা হয়নি! এখন মানুষের বাস্তু ও কৃষিজমি হটাৎ করে অধিগ্রহন করা হচ্ছে৷ ফলে সমস্যায় পড়তে হচ্ছে মানুষদের৷ আমরা প্রশাসনের কাছে লিখিত আকারে অভিযোগ জমা দিয়েছি৷ কমিটির সম্পাদক অষ্টম দোলুই জানান, খাল সংস্কারের বিরোধিতা আমরা করছি না৷ কিন্তু মানুষের বসত জমি অধিগ্রহনের বিরুদ্ধে আমাদের আন্দোলন৷ প্রয়োজনে উপযুক্ত মূল্য দিয়ে জমির মালিকের কাছে জমি কিনুক সরকার৷
দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ- সভাপতি আশিস হুদাইত বলেন, খাল সংস্কারের গুরুত্ব কী তা দাসপুরের মানুষ মাত্রই জানেন৷ যদি মানুষের কোথাও কোন সমস্যা থেকে থাকে তাহলে সহানুভূতির সাথে অবশ্যই প্রশাসনিক ভাবে বিষয়টি খতিয়ে দেখার আর্জি থাকবে৷