এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা: বিয়ে বাড়ি যাবার পথে দুর্ঘটনায় গুরুতর জখম ৩যুবক

Published on: May 6, 2019 । 8:50 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ৬ মে মে সন্ধ্যায় বাইক ও লরির সংঘর্ষে তিন যুবক গুরুতর জখম। ঘটনাটি ঘটেছে ক্ষীরপাই-চন্দ্রকোণা সড়কের ব্রহ্মঝাড়ুলের কাছে। স্থানীয় বাসিন্দা মহাদেব প্রামাণিক বলেন, পীরিজপুর-টেনপুর এলাকার বাসিন্দা তিন যুবক  একটি বাইকে করে ব্রহ্মঝাড়ুল এলাকায় একটি বিয়ে বাড়ি যাচ্ছিলেন। সেই সময় রাস্তাটি ক্রশ করতে গেলে ঘাটাল গামী একটি লরি তাদের ধাক্কা মারে। তিনজনই গুরুতর জখম হন। তাঁদেরকে প্রথমে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বর্তমানে তাঁদের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। •ছবি: মহাদেব প্রামাণিক।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad