এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণা: দুর্ঘটনায় মৃত স্বামীকে স্মরণ করতে রক্তদানের আয়োজন

Published on: May 29, 2019 । 9:16 PM

তনুপ ঘোষ:রক্তের অভাবে স্বামীর অকাল মৃত্যু মেনে নিতে পারেননি স্ত্রী। তাই স্বামীর মৃত্যু দিবসে প্রতিবছর রক্তদান শিবির করেই স্বামীকে স্মরণ করে আসছেন স্ত্রী। চন্দ্রকোনা থানার বাঁকা গ্রামে আজ ২৯ মে এমনই এক ব্যতিক্রমী দৃষ্টান্ত এর সাক্ষী হয়ে থাকলেন উপস্থিত অনেকেই।

১৪ বছর আগে ঠিক আজকের এই দিনটিতেই দুর্ঘটনার কবলে পড়েন বাঁকা গ্রামের বাসিন্দা বিবেকানন্দ করণ। হাসপাতালে ভর্তি করা হলেও রক্তের অভাবে বিবেকানন্দবাবুকে বাঁচানো যায়নি। অকালে প্রাণ হারাতে হয় তাঁকে।
বিবেকানন্দবাবু ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী। ব্যবসার পাশাপাশি এলাকার মানুষের আপদে বিপদে সবার আগে ছুটে যেতেন তিনি। এলাকার মানুষের ভরসা ছিলেন বিবেকানন্দ বাবু ।কিন্তু ভাগ্যের নিঠুর পরিহাসে ২০০৫ সালে ঠিক এই দিনটিতেই চার বছরের ছোট্ট মেয়ে সোমদত্তা ও স্ত্রী চন্দনাদেবীকে রেখে তিনি মারা যান। রক্তদান আন্দোলনের কর্মীরই রক্তের অভাবে মৃত্যুকে মেনে নিতে পারেননি তার পরিবার, আত্মীয় , বন্ধু শুভার্থীরা। তাই এই রক্তদান আন্দোলনের কর্মী কে রক্তদানের মাধ্যমেই তারা শ্রদ্ধা জানিয়ে আসছেন ১৪ বছর ধরে, এবং যতদিন পারবেন এই শিবির টি করে যাবেন তার স্ত্রী, কন্যা ও আত্মীয় পরিজন।
আজকের এই রক্তদান শিবিরে ৪৮ জন রক্তদান করেন। বিবেকানন্দ বাবুর কন্যা একাদশ শ্রেণীর ছাত্রী সোমদত্তা শিবিরটির সূচনা করে। সোমদত্তা বলে তারও যখন আঠারো বছর বয়স হবে সেও বাবার এই মৃত্যুদিনে রক্ত দান করবে। এই ধরনের সামাজিক অনুষ্ঠানে রক্তদান শিবিরের প্রশংসা করেন ফেডারেশন অফ ভলান্টারি ব্লাড ডোনার অরগানাইজেশনের সম্পাদক নরেন বারুরি।
সম্পূর্ণ পারিবারিক উদ্যোগে এমন এক শোকের আবহে থেকেও যে মানুষের মঙ্গলার্থে কিছু করা যায় তারই অনন্য নজির বলা যেতে পারে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা