এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল শহর লাগোয়া পোস্টমর্টেমের ঘরে আগুন!

Published on: January 27, 2019 । 5:01 PM

আজ দুপুরে ঘাটালের পোস্টমর্টেম ঘরের একাংশ আগুনে পুড়ল। ঘাটাল বিবেকানন্দ মোড় সংলগ্ন যে পোস্টমর্টেমের ঘর সেখানেই এই আগুনের ঘটনা ঘটে। স্থানীয় লোকজন প্রাথমিকভাবে আগুন আয়ত্বে আনার চেষ্টা করে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন সম্পূর্ণ রূপে নিভাতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানাগেছে ওই ঘরের আসেপাশে নোংরা আবর্জনা একত্রিত করে তা পোড়ানো হচ্ছিল। সেই আগুন থেকেই কোনোভাবে ওই লাসকাটা ঘরে আগুন ছড়িয়ে পড়ে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsap

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭