১১ ডিসেম্বর ঘাটাল শহরের নিউ মার্কেটের এক সোনার দোকানে চুরি হল।এক যুবক খদ্দের সেজে কাশীনাথ মণ্ডলের দোকানে এসে দোকানদারকে অন্যমনস্ক করে কী ভাবেচুরি করল দেখুন…।
খদ্দেরটি বাইক ঠেকিয়ে দোকানে আসে। দোকানেএসে কাশীনাথবাবুকে জিনিসপত্র দেখাতে বলে আস্তে আস্তে শোকেস থেকে সোনার গয়না হাতিয়েনিয়েছে। নিউমার্কেটের মতো ঘিঞ্জি এলাকায় এভাবে চুরির ঘটায় ব্যবসায়ীরা উদ্বিগ্ন। কয়েক বছর আগে ঘাটাল
ঘাটাল মহকুমার স্বর্ণশিল্পীরা দিল্লিতে বিপর্যয়ের মুখে
বাজারের বাণেশ্বর মন্দির এলাকায় এই ভাবেইখদ্দের সেজে অন্য একটি সোনার দোকানে চুরি হয়েছিল। কিন্তু সেই এলাকাটি তুলনামূলক ভাবেঅনেকটা ফাঁকা এবং লোকজনও কম থাকেন। কিন্তু নিউমার্কেটের মতো জায়গায় এই ভাবে চুরি হবেসেটা কেউই ধারনা করতে পারছেন না।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp