ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্রীর আত্মহত্যা

ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্রী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী  ইশিতা মল্লিক গতরাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। তার বাড়ি ঘাটাল পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে।  গত রাতে সাড়ে নটা নাগাদ তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। ওই ওয়ার্ডের কাউন্সিলার শ্যামলেন্দু মণ্ডল বলেন, তার মৃত্যুর কারণ এখনও জানা যায়নি।  ঘাটাল থানার পুলিশ জানিয়েছে, মৃতদেহের ময়না তদন্ত করা হচ্ছে।  ইশিতার বাবা প্রশান্ত মল্লিকের (বুবু) ঘাটাল ট্যাক্সি স্ট্যান্ডের উল্টোদিকে দৈনন্দিন নামে স্টেশনারি দোকান রয়েছে। ইশিতার জেঠু পলাশ মল্লিক বিদ্যাসাগর হাইস্কুলেরই শিক্ষক।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।