ঘাটাল পাঁশকুড়া সড়কে বোলারো ও মোটর বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে জখম তিন। দুর্ঘটনা স্থলে থাকা অমিত দোলই জানান,বিকেল চারটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের খুকুড়দহ ব্রিজের কিছু আগেই রাস্তার ডানপাশের ধাবার কাছে ঘাটালের দিক থেকে আসা বোলারো ও বিপরীত দিক থেকে আসা বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই পথদুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় তিনজন গুরুতর জখম হয়েছেন বলে স্থানীয় সূত্রে খবর। বাইক চালক ও আরোহীরা ক্ষীরপাই জাড়া এলাকার।