এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল-পাঁশকুড়া সড়কে অজানা গাড়ি পিষে দিয়েগেল দাসপুরের এক বাইক-আরোহীকে

Published on: January 13, 2019 । 3:18 PM

ঘাটাল-পাঁশকুড়া সড়কে আবার সাত সন্ধ্যায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। আজ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুর থানার জালালপুরে কোনো অজানা গাড়ি এক বাইক আরোহীকে ধাক্কা মেরে বেরিয়ে যায়।

পরে পথ চলতি মানুষের বিষয়টি গোচরে এলে ওই দুর্ঘটনা গ্রস্থ ব্যক্তিকে উদ্ধার করতে গেলে বুঝেন ওই ব্যক্তি মারা গেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে ওই মৃত বাইক চালকের নাম সরূপ ঘোড়ই(৩৫) বাড়ি দাসপুরের জটাধরপুরে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now