সৌমেন মিশ্র: ঘাটাল পাঁশকুড়া সড়কের দাসপুরে যাত্রীবাহী একটি বাস ভয়াবহ দুর্ঘটনার কবলে। আহত যাত্রীর সংখ্যা অনেক। দুর্ঘটনাটি ঘটেছে আজ ৪ ফেব্রুয়ারি বেলা ১০টা ৫৫ মিনিট নাগাদ দাসপুর থানায় ঘাটাল পাঁশকুড়া সড়কের লাওদা গ্রামের ভীম তলার কাছে। দুর্ঘটনাগ্রস্থ বাসটির নাম ‘হীরা’।
যাত্রীবাহী বাসটি ঘাটাল থেকে মেদিনীপুর যাচ্ছিল। পথে ওই ভীমতলার কাছে বাসটির স্টিয়ারিং কেটে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উলটে যায়। চরম ব্যস্ত সময়ে এই দুর্ঘটনাটি ঘটে। বাসে তখন ৬০ থেকে ৭০ জন যাত্রী ছিলেন। বাসটি উলটে গেলে স্থানীয়দের প্রচেষ্টায় বাসের জানালা দরজা ভেঙে যাত্রীদেরকে উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দা ও দাসপুর পুলিসের সহায়তায় আহতদের স্থানীয় দাসপুর গ্রামীন হাসপাতালে এবং ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘাটালের এস ডি পি ও কল্যাণ সরকার ঘাটাল হাসপাতালে গিয়ে আহতদের পরিবারের সঙ্গে কথা বলেন। এই মুহূর্তে ঘাটাল হাসপাতালে ২২ জন আহত যাত্রীর চিকিৎসা চলছে। এই দুর্ঘটনায় মোট আহতের সংখ্যা ২৮ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। অবস্থা বিবেচনা করে তাদেরকে অন্যত্র স্থানান্তরিত করা হতে পারে।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsap