এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে স্ট্রিট লাইটে শর্টসার্কিট শহরে আতঙ্ক ছড়াল

Published on: May 11, 2019 । 8:34 PM

রবীন্দ্র কর্মকার: কয়েক দিন আগে উদ্বোধন হয়েছিল ঘাটাল শহরের বেশ কয়েকটি স্ট্রিট লাইটের। সেই নতুন স্ট্রিট লাইটের জন্য মাটির তলা দিয়ে বিদ্যুতের তার গিয়েছিল। সেই বিদ্যুতের তারেই শর্টসার্কিট হয়ে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। আজ ১১ মে সন্ধ্যায় রাইমণিরোড তথা ১৬ নম্বর ওয়ার্ডের ইভা কম্পিউটারের সামনে  এই ঘটনাটি ঘটেছে। ওই শর্টসার্কিটের সঙ্গে সঙ্গে খুঁটির সামনে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।  পথচারিরা  ভয়ে ছোটাছুটি করতে শুরু করে দেন। একই সঙ্গে বেশ কয়েকটি স্ট্রিট লাইট বন্ধ হয়ে যায়। ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ জানিয়েছেন, তিনি খবরটি পেয়েছেন। দ্রুততার সঙ্গে সারিয়ে ফেলার ব্যবস্থা করা হবে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177