এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালে ভারতী ঘোষের দেহরক্ষীর জামিন নাকচ

Published on: December 23, 2018 । 2:27 PM

আজ ২৩ ডিসেম্বর পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষের দেহ রক্ষী সুজিত মণ্ডলকে ঘাটাল আদালতে তোলা হয়। এদিন বেলা সাড়ে ১১টায় আদালতে আনা হয়। প্রায় সন্ধ্যে ৬টার সময় আদালত তাঁর জামিন নাকচ করে এক দিনের সিআইডি হেফাজতে রাখার নির্দেশ দেয়। প্রসঙ্গত দাসপুর থানা এলাকায় সোনা লুটের মামলার তদন্তে সুজিতবাবুর নামও জড়িয়ে যায়। দীর্ঘদিন থেকে পুলিস তাঁর তল্লাসি চালাচ্ছিল। অবশেষে শুক্রবার রাতে তাঁকে দিল্লির এক হোটেল থেকে গ্রেপ্তার করা হয়।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now