এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালে দেওয়াল চাপা পড়ে জখম নির্মাণকর্মী

Published on: February 1, 2019 । 7:55 PM

পাকা বাড়ির ভিত খুলতে গিয়ে মাটি চাপা পড়ে গেলেন এক নির্মাণ কর্মী। আজ ১ ফেব্রুয়ারি দুপুরে ঘটনাটি ঘটেছে ঘাটাল শহরের ৩ নম্বর ওয়ার্ডে। ওই ঘটনায় সারা শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে নির্মাণকর্মী সেভাবে জখম হননি। তিনি সুস্থ রয়েছেন।
ওই ওয়ার্ডের দামোদর সাহার একটি নতুন বাড়ি তৈরির জন্য ভিত খোলার কাজ চলছিল। প্রায় পাঁচ ফুট গর্তের নিচে ভিত খুলছিলেন ওই নির্মাণ কর্মী। তখনই হুড়মুড়িয়ে পাশের একটি মাটির দেওয়াল তারওপর চাপা পড়ে যায়। অন্যান্য কর্মীরা ছুটে গিয়ে দীর্ঘ প্রচেষ্টার পর মাটির স্তুপ মুক্ত করে তাঁকে বার করেন। শরীরে অনেক ব্যথা পেলেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়নি বলে জানা গিয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now