এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে তৈরি হবে গোল্ড হাব,স্বর্ণ শিল্পীদের আর পাড়ি জমাতে হবে না ভিন রাজ্যে:ভারতী ঘোষ

Published on: March 27, 2019 । 4:28 PM

২৬ মার্চ ঘাটাল বিদ্যাসগর ময়দানে নির্বাচনী জনসভা সারলেন বিজেপির ঘাটাল লোকসভার প্রার্থী জেলার প্রাক্তন পুলিস সুপার ভারতী ঘোষ। ঘাটালবাসীদের দিলেন একাধিক প্রতিশ্রুতি। ঘাটাল মাস্টার প্ল্যানের দু বছরের মধ্যে রূপায়ন,ঘাটালে রেল,কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের বাস্তবায়নের প্রতিশ্রুতির পাশাপাশি ভারতী ঘোষ জানান,তিনি ঘাটাল,দাসপুর এলাকার স্বর্ণ শিল্পীদের জন্য গোল্ড হাব বানাবেন। যেখানে হাজার হাজার যুবক যুবতী কাজ পাবে।

ঘাটাল লোকসভা এলাকার মানুষের অর্থনৈতিক মেরুদণ্ড অনেকটাই নির্ভর করে ঘাটাল দাসপুর এলাকার স্বর্ণ শিল্পীদের উপর। কিন্তু তাঁদেরকে ঘাটাল, পশ্চিমবঙ্গ ছেড়ে পাড়ি জমাতে হয় অন্য রাজ্য কখনও বা অন্যদেশে। এতদিন কোনো রাজনৈতিক দলের পক্ষেই এইসব স্বর্ণ শিল্পীদের নিয়ে ভাবা হয়নি। এই প্রথম কোনো রাজনৈতিক মঞ্চ থেকে কোনো প্রার্থী ঘাটালবাসীদের এমন প্রতিশ্রুতি দিলেন। স্বভাবতই ভারতী ঘোষের গোল্ডেন হাব বানানোর ইচ্ছায় মন গলবে ঘাটালের স্বর্ণশিল্পীদের।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now