এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালে ডাইনি সন্দেহে মহিলাকে পিটিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

Published on: March 17, 2019 । 8:14 PM

নিজস্ব সংবাদদাতা: আজ ১৭ মার্চ ঘাটাল থানার ঈশ্বরপুরে এক আদিবাসী মহিলাকে  ডাইনি সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ উঠল।  ওই মহিলার নাম আদুরিমণি হাঁসদা। বয়স ৪০ বছর। এছাড়াও আদিবাসী সন্দেহে ওই পাড়ারই আরও পাঁচ মহিলাকে হত্যার উদ্যেশে পেটানো হয়েছে। ঘটনাটি জানার পরই ঘাটাল মহকুমার মহকুমা শাসক অসীম পাল, ঘাটাল মহকুমা পুলিস আধিকারিক কল্যাণ সরকার-সহ বিশাল পুলিস বাহিনী এলাকায় যায়। জখম মহিলাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে ভরতি করা হয়। এলাকা উত্তপ্ত।  বর্তমানে এলাকায় পুলিস মোতায়েন রয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now