এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালে চন্দন কাঠ পাচার করতে গিয়ে কাঠ সহ ধৃত চার

Published on: March 13, 2019 । 8:19 PM

নিজস্ব সংবাদদাতা: চন্দন কাঠ পাচার করতে গিয়ে ধৃত চার ব্যক্তির জামিন খারিজ হল। মঙ্গলবার ১২ মার্চ ঘাটাল থানার ময়রাপুকুর এলাকায় একটি মারুতিতে করে চন্দন কাঠ পাচার করার সময় পুলিশের কাছে ধরা পড়ে গড়বেতা থানার দুজন এবং  পাঁশকুড়া থানার দুজন। তারা ঘাটাল থানার গোবিন্দপুরের এক ব্যক্তির একটি চন্দন কাঠ কেটে অন্যত্র পাচার করতে যাচ্ছিল। তাদের কাছে প্রায় ১৮ কেজি চন্দন কাঠ পাওয়া যায়। পুলিশ তাদের কাছ থেকে চন্দন কাঠ পেয়ে গ্রেপ্তার করে।  বুধবার ১৩ মার্চ তাদের ঘাটাল আদালতে তোলা হলে জামিন না মঞ্জুর হয়। বনদপ্তরের ঘাটাল মহকুমা সোশ্যাল ফরেস্টির  রেঞ্জার প্রদীপ গিরি বলেন, ওদের কাছ থেকে বেশ কয়েক কেজি চন্দন কাঠ পাওয়া গিয়েছে। কাঠগুলি আটক করা হয়েছে।

যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা হল গড়বেতা থানার উড়াসাই গ্রামের অরূপ বারিক  এবং তার ভাড়া করা গাড়ি চালক এবং পাঁশকুড়ার শেখ হজরত আলি ও শেখ নূরুল আলি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now