নিজস্ব সংবাদদাতা: ঘাটালের মারিচ্যায় ইফতার পার্টি। আজ ৪ জুন মারিচ্যা সম্প্রীতি নজরুল সংঘের উদ্যোগ এই ইফতার পার্টির আয়োজন করা হয়। এই উপলক্ষ্যে একটি ইসলামিক জলসার আয়োজন করা হয়েছে। যেখানে বক্তা হিসেবে থাকবেন মূলগ্রাম মাদ্রাসার শিক্ষক মৌলানা মুজাহিদ হোসেন। মারিচ্যা থেকে আয়ুব খানের রিপোর্ট। স্থানীয় সংবাদ ঘাটাল।
ঘাটালের মারিচ্যাতে ইফতার পার্টি
Published on: June 4, 2019 । 9:35 PM







