ঘাটাল শহরের পাঁশকুড়া বাসস্ট্যান্ডের নাম বদল করার জন্য সমাজের সমস্ত স্তরের মানুষদের নিয়ে সভা করছে ঘাটাল পুরসভা। ৯অক্টোবর সাড়ে ৩টার সময়। ওই দিনই গণমতামতের ভিত্তিতে ওই পাঁশকুড়া বাসস্ট্যান্ডের নতুন নাম ঠিক হবে বলে পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ জানান।