• আজ ঘাটাল থেকে একটি বাস পিকনিক করতে গড়বেতার গনগনিতে গিয়েছিল। বাসটি ঘাটালের কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ছেড়ে ছিল। পিকনিক করে বাসটি ফেরার পথে দুর্ঘটনায় পড়লে ১৪ জন জখম হয়েছেন। প্রত্যেকেই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এক অসমর্থিত সূত্রে জানা গিয়েছে এক জনের মৃত্যু হয়েছে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)







