রবিবার মাঝরাতে ঘাটালে ভয়াবহ ডাকাতি। একেবারে ফিল্মী কায়দায় বন্দুকের ভয় দেখিয়ে পরিবারের সকল সদস্যদের এক ঘরে বন্ধ রেখে বাড়ির যাবতীয় সোনা দানা টাকা নিয়ে চম্পট দিল ডাকাতদল। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার খড়ার গোপীনাথপুরে।
জানাগেছে,৩১ মার্চ মাঝরাতে ওই গ্রামের মোট তিনটি পরিবারের বাড়িতে ডাকাতি করে ছয় সদস্যের এক ডাকাত দল। প্রথমে ওই ডাকাতদল হায়দার আলির বাড়িতে পিছনের দরজা দিয়ে ঢুকে হায়দার আলিকে ডেকে তোলে, পরে হায়দার,তাঁর স্ত্রী রেজেকা বিবি,মা খোদাযান বিবি,বৌমা রয়সোনা বিবি,২বছরের ছেলে রেহান,হায়দারের মেয়ে মেহেবুবা খাতুন সহ পরিবারের সকল সদস্যদের একঘরে বন্দি করে মোবাইল ছাড়িয়ে, আলমারির চাবি নিয়ে হাত বেঁধে দেয়।
কিছুক্ষণের মধ্যেই হায়দারের বাড়ির সমস্ত আলমারি, আসবাব তছনছ করে যাবতীয় সোনা দান টাকা গহনা নিয়ে পালায়। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। দেখায় যায় হায়দারের বাড়ি ছাড়াও ডাকাতরা সেখ মৌসেদ আলি ও সেখ সইয়দ আলির বাড়িতেও লুঠপাঠ চালিয়েছে। কিন্তু তাদের বাড়ির সদস্যররা এখানে না থাকায় তাদের ক্ষয়ক্ষতি সম্বন্ধে সঠিক তথ্য মিলেনি।
এই চাঞ্চল্যকর ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে ঘাটাল পুলিস।