ঘাটালের ডাকঘরের কর্মীর বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ

•টাকা আত্মসাতের অভিযোগে ডাকঘরের কর্মীকে ঘিরে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। আজ ২৫ জানুয়ারি ঘাটাল থানার লক্ষ্মণপুর ডাক ঘরের কর্মী তথা এক রানারকে ঘিরে ওই বিক্ষোভ দেখানো হয়। অভিযোগ,  হারাধন হাজরা নামে ডাকঘরের ওই কর্মী বহু গ্রাহকের টাকা ডাকঘরে জমা দেওয়ার নাম করে আত্মসাৎ করে নিয়েছেন। এদিন তাকে সামনে পেয়ে স্থানীয় বাসিন্দারা তাকে ঘিরে বিক্ষোভ দেখান।  হারাধনবাবু বিক্ষোভের মুখে স্বীকার করেছেন তিনি যে টাকাগুলি নিয়েছেন তা অবিলম্বে ফেরৎ দেওয়া ব্যবস্থা করবেন।  শান্তিনাথ চক্রবর্তীর প্রায় এক লক্ষ টাকা, রূপালি উকিলের ২৬ হাজার সহ বহু গ্রাহকের বহু টাকা দীর্ঘদিন ধরে গায়েব করে আসছিলেন হারাধনবাবু। শান্তিনাথবাবু এবং রূপালীদেবী  জানান,  হারাধন হাজরা তাঁদের কিছু টাকা কয়েক দিনের মধ্যেই ফেরৎ দিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।