- ৮অক্টোবর রাতে ঘাটাল থানার জলসরাতে ঘাটাল-ক্ষীরপাই সড়ক থেকে বেশ কিছুটা দূরে ক্লাবের পাশে বাইক রেখে পুজোর মিটিং করছিলেন ক্লাব ঘরে। সেই সময় একটি ধান ভর্তি লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা চারটি বাইককে পিষে দেয়। বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে বেশ কয়েকটি খুঁটি ভেঙে পড়ে যায়। স্থানীয় বাসিন্দা অম্বিকা হাইত বলেন, রাতে এলাকা পুরো অন্ধকার হয়ে যায়। ৯ অক্টোবর সকাল থেকে খুঁটিগুলি সারানোর কাজ শুরু হয়েছে। কয়েকটি বাইক এখনও লরির তলায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, লরিটির বেপরোয়া চালানোর জন্য ওই রাতে আরও বড় বিপদ হতে পারত। ছবি ও তথ্য: অম্বিকা হাইত।