এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ঘাটালের অগ্রণী ক্লাব আবার জেলার সেরা

Published on: January 25, 2019 । 7:13 PM

•পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত  সৈকত কাপ ২০১৮-’১৯-এ চ্যাম্পিয়ান হল ঘাটাল শহরের অগ্রণী ক্লাব।  আজ ২৫ জানুয়ারি ঘাটাল বিদ্যাসাগর স্কুল মাঠে ওই টুর্নামেন্টের ফাইন্যাল খেলাটি অনুষ্ঠিত হয়।  ঘাটাল থানার অগ্রণী ক্লাব আনন্দপুর থানার আদিবাসী বয়েজ ক্লাবকে ৩-১গোলে হারিয়ে জয়লাভ করে। আজকের খেলায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক কল্যাণ সরকার, বিধায়ক শঙ্কর দোলই, ঘাটাল পুরসভার চেয়ারম্যান বিভাসচন্দ্র ঘোষ, সমাজ কর্মী অরুণকুমার মণ্ডল প্রমুখ।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now