এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ঘাটালমাস্টার প্লান কার্যকরি করার দাবি নিয়ে মন্ত্রীর শরণাপন্ন

Published on: October 7, 2018 । 8:36 PM

৭ অক্টোবর রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রর সঙ্গে দেখা করলেন  ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির সদস্যরা। এদিন সেচ মন্ত্রীর পাঁশকুড়ার বাসভবনে  অবিলম্বে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার দাবি নিয়ে মন্ত্রীর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি সম্পাদক নারায়ণ নায়েক বলেন, ২০১৫ সালে গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশন এবং কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক ঘাটাল মাস্টার প্ল্যানের টেকনিক্যাল ছাড়পত্র দিলেও এত দিন পর্যন্ত ওই মাস্টার প্ল্যানের জন্য কেন্দ্র ও রাজ্য কোনও রকম অর্থ বরাদ্দ করেনি। তাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ এক ইঞ্চিও এগোয়নি। অর্থ বরাদ্দ করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ যাতে তাড়াতাড়ি শুরু করা হয় তার জন্যই এদিনের স্মারক লিপি। মন্ত্রী বলেন, স্মারকলিপি পেয়েছি।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।