এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

গৌরায় নকআউট ফুটবল প্রতিযোগিতা

Published on: June 2, 2019 । 9:14 PM

শ্রীকান্ত ভুঁইঞা: আজ ২ জুন (২০১৯) গৌরা ইউনাইটেড ক্লাবের উদ্যোগে ক্লাবের নিজস্ব ময়দানে আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হল।ফাইনাল ম্যাচে গৌরা ইউনাইটেড ক্লাব প্রতিপক্ষ চন্দ্রকোণা টাউন স্পোটিং ক্লাবকে ৩-১ গোলে পরাজিত করে।এক সপ্তাহ ধরে চলা এই ফুটবল টুর্নামেন্টকে ঘিরে এলাকার মানুষের স্বতঃস্ফূর্ততা ছিল চোখে পড়ার মতো।ক্লাবের কার্যকরী সভাপতি উত্তম দণ্ডপাট বলেন,  প্রায়শই আমরা এখানে এইধরনের ফুটবল টুর্নামেন্ট করে থাকি।তবে এবারের টুর্নামেন্টের বিশেষত্ব হল চল্লিশোর্র্ধ্বরা এতে অংশগ্রহণ করেন।আসলে একসময় যারা  ফুটবলকে সঙ্গী করে ময়দান কাঁপাতো তাদেরকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা ও হারিয়ে যাওয়া ওই সব খেলোয়াড়দের সন্মান জানানোই এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য। এছাড়াও ফুটবলের প্রতি  ভালোবাসা ও যে একটা শিক্ষনীয় বিষয় তা টুর্নামেন্টের মাধ্যমে তুলে ধরা হয়।এককথায় নতুন প্রজন্মের ছেলেদের মাঠমুখী করাও এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now