এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

ক্ষীরপাই শহরে হরিনাম সংকীর্তনের প্রসাদ খেয়ে অসুস্থ শতাধিক

Published on: June 28, 2019 । 10:30 AM

তনুপ ঘোষ: ক্ষীরপাই শহরে খাদ্যে বিষক্রিয়ায় শতাধিক অসুস্থ। ২৬ ও ২৭ জুন থেকে অসুস্থদের ক্ষীরপাই স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, শহরের ১ নম্বর ওয়ার্ডের কুমোর পাড়ায় ২৫ জুন রাতে হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান হয়েছিল। সেখানেই প্রসাদ হিসেবে দেওয়া ভাত ও অন্যান্য সব্জি খেয়ে ২৬জুন বুধবার থেকে অনেকেই অসুস্থ হতে শুরু করেন। এপর্যন্ত ১০০ জনেরও বেশি বিষক্রিয়ায় আক্রান্ত মানুষ হাসপাতালে ভর্তি হয়েছেন। পশ্চিম মেদিনীপুর জেলা মুখ্য স্বাস্থ্যাধিকারিক গিরিশচন্দ্র বেরা জানিয়েছেন, এলাকায় মেডিকেল টিম পাঠানো হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now