এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাই জাড়া সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা,আহত ১

Published on: May 17, 2019 । 10:42 AM

ক্ষীরপাই আরামবাগ সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটল। চন্দ্রকোণা থানার বওড়ায় ভোর ৫টা নাগাদ ক্ষীরপাই ও রামজীবনপুরের দিক থেকে আসা একটি মারুতি ও একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। স্থানীয়দের অভিমত দুটি গাড়ি যথেষ্ট গতিবেগে থাকায় একে অপরকে পাশ না দিতে পেরে মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনাটি ঘটে।

মারুতির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়। চালককে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়। পরে চন্দ্রকোণা থানার পুলিস এসে যান চলাচল স্বাভাবিক করেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭