এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কোরাসের বাৎসরিক কবিতা উৎসবে প্রকাশিত হল তাদের গ্রাম সংখ্যা

Published on: September 17, 2018 । 10:26 PM

কয়েকজন সাহিত্য প্রেমী বাউণ্ডুলে ছেলের সমবেত প্রচেষ্টায় মনের কথা,ব্যাথা গুলো লিখে যে বইয়ে গাঁথা হল সে বইয়ের নাম কোরাস।  ঘাটাল মহকুমা তো বটেই রাজ্যের প্রথমসারির কয়েকটি লিটিল ম্যাগাজিনের মধ্যে জায়গা করেছে কোরাস। সেই বাউণ্ডুলে ছেলে গুলোর কেউ আজ শিক্ষক,কেউ সরকারি কর্মী, কেউবা নিজের ব্যবস্যায় প্রতিষ্ঠিত। শত কাজের মাঝেও কোরাসের আলিঙ্গনে বেনোজল ঢুকে আলগা করতে পারেনি বাঁধন। মনের ভাবনাগুলো এখন এক তালে চলে।

১৬ তারিখ কোরাস তাদের বাৎসরিক কবিতা উৎসবে তাদের গ্রাম সংখ্যা প্রকাশ করল। একাধিক কবিকে সম্মানিত করল। একাধিক কবি সাহিত্যিকের লেখা প্রকাশিত হল। কবিরা পাঠ করলেন তাঁদের স্বরচিত কবিতা। রাজনগর হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে মহকুমার বাইরে থেকেও বহু কবি সাহিত্যিক এলেন  কোরাসের ডাকে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now