এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কোথাও কাঠের সেতু আর থাকবে না!দাসপুরে এসে জানালেন সেচ মন্ত্রী

Published on: September 18, 2018 । 7:15 PM

কোথাও কাঠের সেতু আর থাকবে না! যদি আপনারা এই সরকারকে আর আমাকে আরো একটা টার্মে সেচ মন্ত্রী হিসেবে রাখেন!- এই বার্তাই দিলেন পশ্চিমবঙ্গ সরকারের সেচ মন্ত্রী সৌমেন মহাপাত্র৷ সোমবার দাসপুর-২ ব্লকের চকসুলতানে একটি কাঠের পুলের উদ্বোধনে এসে তিনি এই কথা বলেন৷ সৌমেনবাবু বলেন, বাম আমলে তৈরি করা সেতুগুলি ইচ্ছাকৃত ভাবে সংকীর্ণ করে তৈরি করা হয়েছিল৷ ওই আমলে তৈরি সেতুগুলি দিয়ে চার চাকার যান চলাচল করতে পারে না! উন্নয়ন করলে ভোট ব্যঙ্কে টান পড়বে, তাই উন্নয়নের রাস্তায় হাঁটেনি বাম সরকার৷ বাম এর ‘ব’ এখন ‘র’ হয়ে ‘রাম’ হয়ে গিয়েছে৷ বিভেদের রাজনীতি করছে ওই সব দলগুলি৷

মানুষের যোগাযোগের জন্য আগামী দিনে রাজ্যে কোথাও আর কাঠের সেতু থাকবে না৷ কংক্রীটের মজবুত ব্রীজ তৈরি করবে রাজ্য সরকার৷ এমনই আশ্বাস দেন সৌমেনবাবু৷

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now