এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে ঘাটালে পুড়ল রাজ্যের শিক্ষামন্ত্রীর কুশপুত্তলি

Published on: September 22, 2018 । 5:24 PM

ইসলামপুরে ছাত্র মৃত্যুর প্রতিবাদে ঘাটাল সেন্ট্রাল বাস স্ট্যান্ডে রাজ্যের শিক্ষা মন্ত্রীর কুশপুত্তলি পোড়াল ঘাটাল এস এফ আই ও ডি ওয়াই এফ আই এর কর্মী সমর্থকেরা। ডি ওয়াই এফ আই এর জেলা কমিটির সদস্য লালমোহন মণ্ডল জানান,ইসলামপুরের দাঁড়িভিট হাইস্কুলে ছাত্র আন্দোলনের ঘটনায় পুলিশের গুলিতে গত বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল আইটিআইয়ের ছাত্র রাজেশ সরকারের। শুক্রবার ভোরে মৃত্যু হল ইসলামপুর কলেজের তৃতীয় বর্ষের পড়ুয়া তাপস বর্মণের। যে ভাষা বিদ্যালয়ে পড়ানো হয়ই না সে ভাষার শিক্ষককে হঠাৎ কেন প্রায় দেড়শ পুলিশ নিয়ে বিদ্যালয়ে জোর করে যোগদানের চেষ্টা হল? তারই প্রতিবাদে তাদের এই পথ অবরোধ ও শিক্ষামন্ত্রীর কুশপুত্তলিকা পোড়ানো।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।