চন্দ্রকোণার আলু চাষিরা সঙ্কটে। এলাকায় এলাকায় আলু তোলা শুরু হয়েছে। কিন্তুআলুর ফলন খুব কম, দাম পাচ্ছেন না চাষিরা। তাই চিন্তার ভাঁজ কপালে পড়েছে চাষিদের। তাঁরা এখন থেকেই ভাবতে শুরু করেছেন কীভাবে দাদন শোধ হবে! আলুর ভবিষ্যৎ কী তাই বুঝে উঠতে পারছেন না তাঁরা। চাষিরা বলছেন, এক দিকে ফলন খুব কম। দামও খুব অল্প। আলু চাষের লাভ থেকে সংসার চালানো তো দূরের কথা, বর্তমান দামে আলু বিক্রি করে দাদন মেটানোটাই অসম্ভব ব্যাপার! পরে কী চাষ করে লাভের মুখ দেখতে পাবেন তাও তাঁরা ঠিক করতে পারছেন না। তাই দুশ্চিন্তায় রাত্রি যাপন করতে হচ্ছে আলু চাষিদের।