আগামী দিনে আরও বাড়বে ঠান্ডার দাপট। কলকাতা বাদে তার আসেপাশের জেলাগুলোতে আগামী তিনদিন তীব্র শৈত্যপ্রবাহের আগাম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ঘাটাল দেওয়ানচকের মাঠে সত্যিই কি মিলেছে খনিজ তৈল?
ইতি মধ্যেই তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে নিচের দিকে। ঘাটাল মহকুমা ও তার আসেপাশের এলাকায় গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে থাকলেও আজ সকালেই দাসপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।
এই তীব্র ঠান্ডায় একটু উত্তাপ পেতে মহকুমা জুড়ে এলাকার মানুষদেরকে দেখা যাচ্ছে আগুন জ্বেলে আগুনে গা গরম করতে।
মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp