এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আরও জাঁকিয়ে পড়বে শীত,জানাল হাওয়া অফিস

Published on: December 30, 2018 । 12:54 AM

আগামী দিনে আরও বাড়বে ঠান্ডার দাপট। কলকাতা বাদে তার আসেপাশের জেলাগুলোতে আগামী তিনদিন তীব্র শৈত্যপ্রবাহের আগাম সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

ঘাটাল দেওয়ানচকের মাঠে সত্যিই কি মিলেছে খনিজ তৈল?

ইতি মধ্যেই তাপমাত্রা ৫ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে নিচের দিকে। ঘাটাল মহকুমা ও তার আসেপাশের এলাকায় গতকালের সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে থাকলেও আজ সকালেই দাসপুরের সর্বনিম্ন তাপমাত্রা ১১ডিগ্রি সেলসিয়াসে নেমেছে।

এই তীব্র ঠান্ডায় একটু উত্তাপ পেতে মহকুমা জুড়ে এলাকার মানুষদেরকে দেখা যাচ্ছে আগুন জ্বেলে আগুনে গা গরম করতে।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now