এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

আবার শিশুমেলার আয়োজনে ভলিবল খেলায় সেরা রাজনগর

Published on: January 20, 2019 । 9:03 PM

আবার দাসপুরের রাজনগর ঘাটাল উৎসব শিশুমেলায় ভলিবল খেলায় সেরা হল। ঘাটাল শিশুমেলার উদ্যোগে আজ ৮ দলীয় ভলিবল টুর্নামেন্ট হল,এই টুর্নামেন্টেই আবার রাজনগর ইয়ংস স্পোর্টিং ক্লাব উইনার ট্রফি পেল। গত বার ২০১৮ সালেরও এই একই খেলায় রাজনগরের এই ক্লাব এই ভলিবল খেলাটিতে চ্যাম্পিয়ন হয়েছিলল, এবারও সেই ঐতিহ্য বজায় রইলো।

ওই ক্লাব তথা দলের অন্যতম খেলোয়াড় অরূপ ষাট জানান,ফাইনালে তাদের খেলা পড়ে চাঁদপুরের সাথে। চাঁদপুরকে হারিয়েই তারা মূল খেলা জেতেন।
ক্লাবের এই জয়ে উৎফুল্ল ক্লাব সহ রাজনগর গ্রামের মানুষও। ক্লাবের কোর কমিটির অন্যতম সদস্য রাজকুমার আলু বলেন,বর্তমান যুগে নতুন প্রজন্ম মাঠে খেলা ভুলেছে। তারা এখন খেলে মোবাইলে,অনলাইনে,কম্পিউটারে। মাঠে নেমে খেলার যে কতটা শারীরিক সুস্থতা বজায় রাখে সেটা খেলোয়াড়েরাই বোঝে। ঘাটালের শিশু মেলা কমিটি মহকুমার যুবকদের মধ্যে খেলাকে ধরে রাখতে যে উদ্যোগ নেয় তা সত্যিই প্রশংসনীয়।

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now