ওয়েব ডেস্ক,দাসপুর: অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগে অনুষ্ঠান বন্ধ করল দাসপুরের এক ক্লাব।
আরও খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp
কথা ছিল সোশাল ড্যান্সের,কিন্তু সে কথা না মেনে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগে দাসপুরের এক ক্লাব তাদের কালীপুজোর অনুষ্ঠান মঞ্চে অনুষ্ঠান করতে দিল না। কথা মত অনুষ্ঠান না করতে পারায় পাওনা গন্ডাও দিতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ।
পাওনা টাকা বুঝেনিতে ওই ড্যান্সট্রুপের লোকজন দাসপুর থানায় পৌঁছেছে।
ক্লাবের পক্ষথেকে জানাগেছে যে দল পাঠানোর কথা ছিল সেই দল পাঠানো হয়নি। যে ব্যক্তির মাধ্যমে দলটিকে বুকিং করা হয়েছিল সেই ব্যক্তি স্পষ্ট জানিয়ে দেন, আমি কিছু জানি না!