এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অভিযোগের ভিত্তিতে পুকুর ভরাটের কাজ বন্ধ

Published on: August 11, 2019 । 11:47 PM

লিখিত অভিযোগ পেয়ে তড়িঘড়ি পুকুর ভরাট বন্ধের নির্দেশ দিল ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। চন্দ্রকোণা পৌরসভা ৬ নং ওয়ার্ডের সাবেক ২০৮০ হাল ২৫২৮ দাগের একটি পুকুর বোঝানো কাজ শুরু করে উত্তম মাউর নামের এক ব্যক্তি। পৌরসভার বিরুদ্ধেও গাফিলতির অভিযোগ তুলে বিজেপি লিখিত অভিযোগ জানালে আজ শুক্রবার সকালেই তড়িঘড়ি পুকুর ভরাট বন্ধ করে দেয় ভূমি ও ভূমি সংস্কার দপ্তর।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭