এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অভিভাবক হারাল রাজনগর,চলে গেলেন শিক্ষক সনৎকুমার চট্টোপাধ্যায়

Published on: March 26, 2019 । 11:05 PM

চলে গেলেন রাজনগরের অভিভাবক রাজনগর ইউনিয়ন হাইস্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সনৎকুমার চট্টোপাধ্যায়। ২৬ মার্চ ঘাটালের এক বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠানে রাত্রি ৮টা ৫ মিনিট নাগাদ সনৎবাবু শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৬ বছর। বার্ধক্যজনিতি অসুস্থতার জন্য তিনি গত দুদিন ধরে ওই স্বাস্থ্য প্রতিষ্ঠানে চিকিৎসাধীন ছিলেন। সনৎবাবুর দীর্ঘ শিক্ষকতার জীবনে রাজনগরের এলাকাবাসীর অধিকাংশই তাঁর ছাত্রছাত্রী। অবসরউত্তর জীবনে তিনি গ্রামের মানুষের আরও কাছাকাছি পৌঁছে গেছিলেন। এলাকার অধিকাংশ সামাজকল্যাণ মূলক অনুষ্ঠানে তিনি সভাপতির আসনে থাকতেন। বাংলা ভাষা ও ইংরেজী ভাষা সাহিত্যে তাঁর ছিল অবাধ পাণ্ডিত্য। সম্প্রতি বিদ্যাসগরের জীবন ও জীবনী নিয়েও তিনি গবেষণা করেছিলেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭