রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের মিছিল হল ঘাটালে

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের(আর.এস.এস) মিছিল হল ঘাটালে৷ ওই সংঘের প্রায় ২০০ কর্মীসমর্থক ওই মিছিলে অংশনেয়৷ ভারত মাতার ছবিতে মাল্যদান করে মিছিল আকারে শোভাযাত্রায় অংশনেয় সদস্যরা৷ বিগত বছরের থেকে ওই সংঘের সদস্য সংখ্যা বেশ কয়েকগুন বৃদ্ধি পেয়েছে বলে দাবি সংগঠন সূত্রে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।