মন্দির চত্তরে আগুন, ঘটনায় চাঞ্চল্য দাসপুরে

দাসপুরের চেচুঁয়াতে একটি মন্দিরের রান্নাঘরে ভয়াভহ আগুন লাগলো। বেলা ১১টা নাগাদ ওই ঘটনা ঘটে৷ স্থানীয়রাই প্রথমে আগুন নেভাতে সচেষ্ট হয়৷ পরে ঘটনাস্থলে আসে দমকলের দুইটি ইঞ্জিন৷ স্থানীয়দের সহযোগিতায় আগুনকে এরেষ্ট করতে পারেন দমকল কর্মীরা৷ আগুন কী ভাবে লেগেছিল তার তদন্ত শুরু হয়েছে৷ ঘটনার জেরে মন্দিরের দুই পুজারী অগ্নিদগ্ধ হয়েছেন৷ তাঁদের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: ss.ghatal@gmail.com •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।