♦পুজোর সময় এলাকার প্রায় সমস্ত গাড়ি পুজো দেখার জন্য বুকিং থাকে। অসুস্থদের হাসপাতালে পৌঁছানোর জন্য কিম্বা হাসপাতাল থেকে বাড়িতে রোগী আনার ক্ষেত্রে রোগীর বাড়ির লোকেদের চরম ভোগান্তি হয়। তাই সপ্তমী থেকে বিজয়া দশমী পর্যন্ত এই চার দিন বিনা মূল্যে অ্যাম্বুল্যান্স পরিষেবা দেবে ঘাটালের বালাজি অ্যাম্বুলেন্স। ঘাটালের বালাজি অ্যাম্বুলেন্সের মালিক পাপ্পু নায়েক বলেন, আমি চাই পুজোতে মানুষ সুস্থ ও আনন্দে থাকুক। কিন্তু তবুও ঘাটাল পুরসভার ১৭ টি ওয়ার্ডের যে কোনও এলাকার মানুষ যদি কোনও কারণে অসুস্থ হয়ে পড়েন এবং তাঁকে যদি ঘাটাল মহকুমা হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় তাহলে নিচের ফোন নম্বরগুলোর যে কোনও একটিতে ফোন করে জানালেই আমার অ্যাম্বল্যান্স সেখানে পৌঁছে যাবে। রোগীকে তুলে এনে বিনা খরচে ঘাটাল হাসপাতাল পর্যন্ত পৌঁছে দেওয়া হবে। এর জন্য কোনও টাকা দিতে হবে না। ঘাটাল হাসপাতাল থেকে রোগীরা ঘাটাল পুরসভার যে কোনও ওয়ার্ডে যেতে চাইলেও তাঁরা একই ভাবে ফোন করলে বিনা পয়সায় পরিষেবা পাবে।
- মনে রাখতে হবে—
➥রোগীর বাড়ি ঘাটাল পুরসভা এলাকার মধ্যে হতে হবে। মানে ১ থেকে ১৭ নম্বর ওয়ার্ডের মধ্যে।
➥রোগীকে ঘাটাল হাসপাতালে ভর্তি করতে হবে।
➥কিম্বা হাসপাতাল থেকে ছুটি নিয়ে পুরসভা এলাকার যে কোনও ওয়ার্ডে যেতে পারবেন।
➥তার জন্য এক টাকাও দিতে হবে না। সম্পূর্ণ বিনা মূল্যে এই পরিষেবা পাওয়া যাবে।
➥এই পরিষেবা দশমীর রাত পর্যন্ত থাকবে।
ফোন:9932200296/8001821111/9735343434