এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে স্কুল গাড়ি দুর্ঘটনার মুখে

Published on: April 27, 2019 । 8:10 AM

সিদ্ধার্থ মাইতি: আজ ২৭ এপ্রিল সকালে দাসপুরের জগন্নাথপুরে একটি স্কুল গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। ওই মারুতি গাড়িটি সোনাইমুইয়ের বেসরকারি একটি ইংরেজি মাধ্যম নার্সারি স্কুলের পড়ুয়াদের নিয়ে যাচ্ছিল। ওই গাড়িতে চালক সহ মোট ৬ জন পড়ুয়া ছিল। তাদের মধ্যে কয়েক জন আহত হয়েছে বলে খবর এসেছে। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সঙ্গে ধাক্কা দিলে দুর্ঘটনাটি ঘটে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭