এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের তাতারপুরে বিষধর সাপ উদ্ধার

Published on: October 25, 2018 । 1:27 PM

•দাসপুর থানার তাতারপুরে মাছ ধরা  ঘুনি থেকে প্রকাণ্ড আকালের একটি কালো কেউটে সাপ উদ্ধার হল। ওই গ্রামের বিদেশ পোড়ে মাছ ধরার জন্য খালে ঘুনি রেখেছিলেন। সেখানেই কয়েক দিন অাগে ওই সাপটি ঢুকে পড়ে। কিন্তু এলাকার বাসিন্দারা ভয়ে সেই সাপটি বার করতে পারছিলেন না। ২৫ অক্টোবর  বৃহস্পতিবার সকালে বন দপ্তরকে খবর দেওয়া হয়। বনদপ্তরের কর্মীরা ওই সাপটিকে উদ্ধার করেন। •ছবি পাঠিয়েছেন শিক্ষক প্রশান্ত গোস্বামী(কাদিলপুর)।

আরও নিউজ আপডেট পেতে এইখানে ক্লিক করুন Whatsapp

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।