এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের চন্দ্রেশ্বর ক্যানেলের স্লুইসগেট মেরামতের কাজ প্রায় শেষ, খাল সংস্কারে নেওয়া হয়েছে উদ্যোগ!

Published on: December 12, 2018 । 4:36 PM

দাসপুরের চন্দ্রেশ্বর খালের স্লুইসগেট মেরামতের কাজ প্রায় শেষে৷ বর্ষার পরে দাসপুরের ভগ্নপ্রায় স্লুইস গেট মেরামতের কাজে হাত দিয়েছিল প্রশাসন৷ ঘাটাল মহকুমার মৌজাগুলির মধ্যে সবচেয়ে নিচু ৮১ নম্বর মৌজাটি৷ ওই মৌজার দাসপুর-২ ব্লকের বেনাই, চাঁইপাট, খেপুত সহ বেশ কয়েকটি গ্রামের অধিকাংশ মানুষ কৃষি কাজকে পেশা হিসেবে বেছে নিয়েছেন৷ কৃষিকাজের জন্য জলসেচে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে দাসপুরের চন্দ্রেশ্বর ক্যানেলের৷ কিন্তু দীর্ঘদিন রূপনারায়ন নদের সংযোগে ক্যানেলের বেশ কয়েকটি স্লুইসগেট অকেজো হয়ে পড়ে ছিল৷ যার ফলে পর্যাপ্ত জল সরবরাহ না হওয়ায় কৃষিকাজে সমস্যায় পড়তে হচ্ছিল স্থানীয় কৃষকদের৷ বর্তমান রাজ্য সরকারের সেচ দপ্তরের উদ্যোগে ওই স্লুইসগেটগুলি মেরামত করার সাথে সাথে ওই গেটের কাঠামোকে আরো আধুনিক ভাবে গড়ে তোলার কাজ এখন শেষের পথে৷ সিংহভাগ অংশে মেরামতের কাজ শেষ হওয়ায় খুশি এলাকার কৃষিজীবি মানুষও৷ দাসপুর এলাকার কৃষক কার্ত্তিক মাজী, ক্ষুদিরাম সামন্ত বলেন, এবার জলসেচের সমস্যা মিটবে, বছরে তিনবার ধান চাষ করার সুযোগ পাবো৷ এছাড়া খালের জল সরবরাহ ঠিক থাকলে বর্ষার সময় মাঠে জমা জল সহজে ওই খালের মাধ্যমে সরাসরি নদীতে ফেলা যাবে৷ দাসপুর-২ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি আশিস হুদাইত বলেন, প্রাথমিক ভাবে মেরামতের কাজ শেষ হয়েছে৷ খালটি সংস্কার করার কাজ দ্রুত শুরু করতে ইতিমধ্যে আবেদন জানানো হয়েছে৷

বান্টি

▪️সাংবাদিক▪️ঘাটাল মহকুমা▪️৭০০১২৭৮১২৪

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

পড়তে ভুলবেন না

দেড় মাসের বিবাহিত জীবন,স্বামীর সাথে মা আরও ৪ টি প্রাণ শেষ!

বিশ্ব পরিবেশ দিবসে ঘাটাল বি.এড.কলেজ ক্যাম্পাসে ভেষজ উদ্যানের সূচনা

ঘাটালের এই বৃদ্ধের দিনকাটে কলকাতার কালীঘাটে ভিক্ষা করে, ফিরতে চান ছেলেদের কাছে নিজের বাড়িতে!

দাসপুরে পুলক মাস্টারের হাত ধরে নাট্য বিপ্লব,সময়ের বাইরে গিয়ে শিক্ষকের নাট্য চর্চা

ঘাটাল জুড়ে ভয়াবহ পথ দুর্ঘটনা! মর্মান্তিক মৃত্যু! প্রাণ বাঁচাতে যা করবেন। দেখে রাখুন দুর্ঘটনার কবলে পড়ে চেনা অচেনা মানুষগুলো প্রাণে বেঁচে যেতে পারেন

উচ্চ বেতনের চাকরি ছেড়ে জনসেবার উদ্দেশ্যে IAS পরীক্ষার প্রস্তুতি! ঘাটালে কর্মশালায় জেলাশাসকের বক্তব্যে আপ্লুত ছাত্রছাত্রীরা