ছবি আঁকায় রাজ্যে প্রথম দাসপুরের সায়নী



ছবি আঁকাতে রাজ্যে প্রথম হল দাসপুর-১ ব্লকের সায়নী ঘড়া। সমগ্র শিক্ষা মিশন আয়োজিত বিদ্যালয় স্তরের অঙ্কন প্রতিযোগিতায় সায়নী ঘড়া ‘সি’ তথা পঞ্চম থেকে সপ্তম গ্রুপে রাজ্যের মোট ২৩টি জেলার মধ্যে প্রথম হয়েছে। সায়নী গোবিন্দনগর গান্ধী শতবার্ষিকী বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অচিন্তকুমার ভট্টাচার্য বলেন, আগামী জানুয়ারি মাস থেকে আমাদের বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি অনুষ্ঠান শুরু হচ্ছে। তারই প্রাক্কালে সায়নীর এই পুরস্কার ওই পূর্ত উৎসবেও নতুন একটা মাত্রা যোগ করল।

সায়নীর বাবা অঞ্জন ঘড়া এবং মা বর্ণালী ঘড়া বলেন, খুব ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি আঁকাআঁকির প্রতি আগ্রহী সে। এলাকার বিভিন্ন অঙ্কন প্রতিযোগিতায় এরই মধ্যে বহু জায়গা থেকে প্রথম পুরস্কার ছিনিয়ে এনেছে সে। গানও সে খুব ভালো করে। • (ছবিতে) বাবা-মায়ের মাঝে সায়নী। রাজ্যস্তরের সেরা পুরস্কারের খবর পাওয়ার পর ছবিটি তোলা হয়েছে।



ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!