তনুপ ঘোষ: ভোটের রেজাল্ট এর পর যাতে গণ্ডগোল, মারামারি, অশান্তি না হয় তার জন্য আগাম শান্তির বার্তা প্রচার করল ভারত জাকাত মাঝি পারাগাণা। আজ ২১ মে চন্দ্রকোনা ১ ব্লকে বাইক র্যালি করে এই কর্মসূচিটি হয়। ভারত জাকাত মাঝি পারগাণার পক্ষ থেকে জানানো হয় ভোটের ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে মানুষের জীবনযাত্রায় কোনও রকম সন্ত্রাস যাতে না হয় তার জন্যই এই শান্তির বার্তা পৌঁছানোর কর্মসূচি নেয়া হয়। ওই সংগঠনের পক্ষ থেকে কার্তিক সরেন বলেন, আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আর সেই বিশ্বাসের ওপর নির্ভর করে ভোটের ফলাফল ঘোষণার পরবর্তী সময়ে মানুষের জীবন যাত্রায় কোনও রকম সমস্যা না হয় সেজন্যই আমাদের এই উদ্যোগ।