সুদীপ্ত শেঠ, চাঁইপাট: কেরলের পাশে দাড়িয়ে থিম ঘোষণা করল চাঁইপাট সর্বজনীন দুর্গোৎসব কমিটি৷
দাসপুরের চাঁইপাট সর্বজনীন দুর্গৎসব পশ্চিম মেদিনীপুর জেলার অন্যতম বিগ বাজেটের পুজো হিসেবেই পরিচিত৷ পুজোর আগাম প্রস্তুতি হিসেবে আজ ২ সেপ্টেম্বর খুঁটি পুজোর আয়োজন করলেন উদ্যোগতারা৷ এবার পুজোর মন্ডপ তৈরি হবে কলকাতার ভিক্টোরিয়া মেমরিয়াল হলের আদলে৷ এর জন্য আনুমানিক ব্যায় ধার্য করা হয়েছে ২০ লক্ষ টাকা৷ অন্যান্য বারের থেকে টাকার অঙ্ক কিছুটা কম কারণ ব্যায় কমিয়ে কেরলের বন্যা প্লাবিত মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন উদ্যোগতারা৷ ইতি মধ্যে তাঁরা ৫০ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে দান করেছেন৷
খুঁটি পুজো উপলক্ষে ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজকর্মী প্রতিমা দোলুই, জনস্বাস্থ্য কর্মাধক্ষ আশিষ হুদাইত, জেলাপরিসদের সদস্য কল্পনা শাসমল প্রমুখ৷ উদ্যোগতাদের মধ্যে জীতেন নায়েক বলেন, চাঁইপাটের দুর্গা পুজো হিন্দু মুসলিম উভয়ের পুজো৷ সাম্প্রদায়িক সম্প্রিতির পুজো৷ তাই ৭৩ তম বর্ষে থিম হিসেবে কলকাতার গর্ব সুদৃশ্য ভিক্টোরিয়াকে বেছে নিয়েছি অামরা৷ আশারাখি প্রতিবছরের মত এবারও লক্ষাধীক মানুষের সমাগম ঘটবে৷ সবাইকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম৷