এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

অবাক!বছরের প্রথম দিনের ভারতীয় নবজাতকদের কাছে হেরে গেল চীনও

Published on: January 3, 2019 । 4:45 PM

২০১৯ এর প্রথম দিনেই ভারত ঠিক কত নবজাতককে স্বাগত জানিয়েছেন জানেন?মঙ্গলবার ইউনিসেফের পক্ষে দেওয়া হিসেবে ভারত বছরের প্রথম দিনে ৬৯ হাজার ৯৪৪ নবজাতককে স্বাগত জানিয়েছে। এই সংখ্যাটা চিনের ক্ষেত্রে ৪৪ হাজার ৯৪০। আর এই বৃদ্ধিতে ১৩০ কোটির ভারত টেক্কা দিচ্ছে চিনকেও। এমনই রিপোর্ট প্রকাশ করেছে ইউনিসেফ।

ইউনিসেফের ওই রিপোর্টে আরও বলা হয়েছে— গোটা বিশ্বে ২০১৯ এর প্রথম দিনে জনসংখ্যা বেড়েছে ৩ লাখ ৯৫ হাজার ৭২। প্রায় চার লাখ নবজাতকের মধ্যে সবার উপরে থেকে ভারতের সংযোজন প্রায় ৭০ হাজার নবাজাতক।(সূত্র-পিটিআই)

মোবাইলে নিয়মিত খবর পড়তে এইখানে ক্লিক করুন Whatsapp

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।