অরিজিৎ সাউ:বর্ষার শুরু হওয়ার আগেই মাছ ধরার জালে জড়িয়ে উঠে এল প্রকাণ্ড বিষধর গোখুরা। ঘটনা দাসপুর থানার জয়রামচকের। বৃষ্টির ফলে, চাষের জমিতে জমে যাওয়া জলে জাল বসিয়েছিলেন জয়রামচক এর বাসিন্দা বলরাম জানা।
সেই জালে আজ বুধবার ভোরে ধরা পড়লো এক বিশালাকার খরিস।পরে স্থানীয় লোকজনের সহায়তায় সাপটিকে ডাঙ্গা তে আনা হয় এবং খবর দেওয়া হয় বনদপ্তরে।

![[RNI No:WBBEN/2011/39784] Logo](https://ghatal.net/wp-content/uploads/2021/06/Arnab-1.png)












