সমীরণ মাইতি: আজ ৫ নভেম্বর থেকে ২০২০ সালের অষ্টম শ্রেণীর জাতীয় বৃত্তি এনএমএমএস (National Means-Cum-Merit Scholarship) এবং দশম শ্রেণীর এনটিএসই (National Talent Search Examination) পরীক্ষার অন লাইন ফর্ম ফিলাপ শুরু হয়েছে। ১ ডিসেম্বর পর্যন্ত ফর্ম পূরণ চলবে। ১৭ জানুয়ারি ২০২১ রবিবার পরীক্ষা হবে। তাই ঘাটাল মহকুমার ছাত্রছাত্রীদের এই পরীক্ষার ফর্ম পূরণ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হচ্ছে।
এনএমএমএস[NMMS]: ✓অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষাটি। সপ্তম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় ৫৫ শতাংশ নম্বর (জেনারেলদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে) এবং তফসিলি জাতি/উপজাতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৫০ শতাংশ নম্বর পেলেও চলবে। ✓পরিবারের বার্ষিক আয় হতে হবে দেড় লক্ষ টাকার নীচে। গ্রামপঞ্চায়েতের বাসিন্দা হলে মহকুমা শাসক/বিডিও/জয়েন্ট বিডিও’র দেওয়া ইনকাম সার্টিফিকেট দরকার। পুরসভার ক্ষেত্রে এগজিকিউটিভ অফিসারের দেওয়া ইনকাম সার্টিফিকেট লাগবে। ✓যে কোনও রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে তবে পিএনবি না হলেই ভালো হয়। কারও ওই ব্যাঙ্কে টাকা ঢুকতে সমস্যা হয়। ব্যাঙ্ক অ্যাকাউকন্টে যেন আধার লিঙ্ক থাকে। পরীক্ষা হবে ১৭ জানুয়ারি ২০২১। প্রথম অর্ধে ম্যাটের (Mental Ability Test) উপর ৯০ নম্বর প্রশ্নের উত্তর ৯০ মিনিটের মধ্যে করতে হবে। দ্বিতীয়ার্ধে স্যাটের (Scholastic Ability Test) উপর ৯০টি প্রশ্নের উত্তর ৯০ মিনিটের মধ্যে দিতে হবে। কোনও নেগেটিভ মার্কিং নেই। ✓সফল হলে প্রতি মাসে ১০০০ টাকা করে এই বৃত্তি পাওয়া যাবে। ৫ বছরে নিরবচ্ছিন্ন ভাবে পড়াশুনা চালিয়ে গেলে মোট ৬০০০০টাকা বৃত্তি পাবে। কিন্তু প্রতি বছর রিনিউ করে যেতে হবে। না রিনিউ করলে বৃত্তি বন্ধ হয়ে যাবে।
এনটিএসই:[NTSE]: ✓দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এই পরীক্ষাটি। নবম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার সময় ৫০ শতাংশ নম্বর (জেনারেলদের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে) এবং ওবিসি/তফসিলি জাতি/উপজাতি এবং বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ৪০ শতাংশ নম্বর পেলেও চলবে। ✓আয়ের কোনও ঊধ্বসীমা নেই।✓যে কোনও রাষ্ট্রায়াত্ত ব্যাঙ্কের অ্যাকাউন্ট থাকতে হবে তবে পিএনবি না হলেই ভালো হয়। কারও ওই ব্যাঙ্কে টাকা ঢুকতে সমস্যা হয়। ব্যাঙ্ক অ্যাকাউকন্টে যেন আধার লিঙ্ক থাকে। পরীক্ষা হবে ১৭ জানুয়ারি ২০২১। প্রথম অর্ধে ম্যাটের (Mental Ability Test) উপর ১০০ নম্বর প্রশ্নের উত্তর ১২০ মিনিটের মধ্যে করতে হবে। দ্বিতীয়ার্ধে স্যাটের (Scholastic Ability Test) উপর ১০০টি প্রশ্নের উত্তর১২০ মিনিটের মধ্যে দিতে হবে। কোনও নেগেটিভ মার্কিং নেই। তবে এই পরীক্ষাটি দুটি পর্যায়ে হবে। জেলা স্তরের পরীক্ষায় সফল হলে রাজ্যস্তরে বসতে হবে। রাজ্য স্তরের সফল হতে পারলে মাসে ১২৫০টাকা করে উচ্চমাধ্যমিক পর্যন্ত এবং ২০০০টাকা করে কলেজ স্তর পর্যন্ত বৃত্তি পাবে।
ছাত্রছাত্রীরা www.scholarships.wbsed.gov.in বা www.banglarshiksha.gov.in এই দু’টি পোর্টাল থেকে ফরম পূরণের পাশাপাশি বিস্তারিত তথ্য জানতে পারবে। তবে কোনও কিছু সমস্যা হলে আমাকে কল করা যেতে পারে ৯৪৭৪৮২৩৯৬৪। ST ছাত্রছাত্রীরা সকল রকম সহযোগিতা আমার কাছ থেকে পেতে পারে।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।।