দাসপুরে কাজ করতে গিয়ে ১০০ দিনের শ্রমিকের মৃত্যু

শ্রীকান্ত ভুঁইঞা: ১০০ দিনের কাজ করতে গিয়ে রাস্তাতে মৃত্যু এক শ্রমিকের। আজ ৪ সেপ্টেম্বর ঘটনাটি ঘটেছে  দাসপুর থানার পলাশপাই গ্রামের জেলে ঘাটের সামনে। মৃত ওই ১০০ দিনের কর্মীর নাম সুদর্শন ভুক্তা(৬০)।  স্থানীয় সুত্রে জানা গিয়েছে,  আজ সকাল ৬টা ১৫ নাগাদ অন্যান্য দিনের মতন ওই এলাকার ১০০ দিনের কর্মীদের সাথে সুদর্শনবাবু কাজে যোগ দেওয়ার জন্য পলাশপাই খালের জেলেঘাটা খেয়া ঘাটে পারাপারের জন্য যান।   ঠিক ওই সময় তিনি ওখানে অসুস্থ হয়ে পড়েন।  পাশাপাশি থাকা অন্যান্য ১০০ দিনের কর্মীরা তাকে অসুস্থ দেখে সামনে একটি নির্জন জায়গায় নিয়ে বসিয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার তো­ড়জোড় করার সময়ই  ওখানেই তিনি মারা যান।পরে বাড়ির লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]

ঘাটাল মহকুমার সমস্ত আপডেট তে যুক্ত হন আমাদের সাথে!

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9547022372/9427357237/9732738015 •ইমেল: ss.ghatal@gmail.com •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad •ফেসবুক: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/