সুদীপ্ত শেঠ: শব্দ বাজিতে না করেছেন সুপ্রিম কোর্ট৷ বাজি পোড়ানোর বেঁধে দেওয়া হয়েছে সময়সীমা৷ তাই এবার আলোর উৎসবে সামিল হতে ঝোঁক বেড়েছে মোমবাতি ও স্কাই লন্ঠনে৷ মোমবাতি ও স্কাই লন্ঠন দেদের বিকোচ্ছে ঘাটল মহকুমায় দোকানগুলিতে৷ গত বছর থেকে স্কাই লন্ঠন বাজারে বিক্রি হলেও এই বছর চাহিদা বেড়েছে ক্রেতাদের জানাচ্ছেন ব্যাবসায়ীরা৷ প্রতিটি লন্ঠন বিকোচ্ছে ৩০-৪০ টাকার মধ্যে৷ অন্যান্য বারের থেকে এবার মোমবাতির চাহিদাও তুলনা মূলক বেশি৷ বিভিন্ন কোম্পানির মোমবাতি বাজারে থাকায় দামও কমেছে কিছুটা৷ ২০ টাক থেকে শুরু করে ৫০ টাকা অবধি মোমবাতির প্যাকেট মিলছে বাজারে৷ এই বছর অনেকেই জ্যাম্বো(আকারে বড়) মোমবাতি খোঁজ করছেন৷ তাই আগাম দোকানগুলিতে চাহিদার সাথে পাল্লা দিয়ে মজুত রয়েছে ওই সব সামগ্রী৷
তবে জনবহুল এলাকায় স্কাই লন্ঠনগুলির ব্যাবহার কত খানি নিরাপদ তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে৷ আগুনের শিখা সহ লন্ঠনগুলি শূন্যে ভাসতে থাকায় বিপদের আশঙ্কা রয়েযাচ্ছে মনে করছেন বিশেষজ্ঞরা৷